ফেসবুকে লাইভ ভিডিও নিয়ন্ত্রণের সক্ষমতা বাংলাদেশ সরকার অর্জন করেছে। তাই খুব শীঘ্রই ফেসবুকের পাশাপাশি ইউটিউবও সরকারের নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
মোস্তাফা জব্বার জানান, আমাদের এই সক্ষমতার কারণে যখনই প্রয়োজন হবে আমরা তখনই লাইভ বন্ধ করতে সক্ষম হবো। ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষ বুঝতে পেরেছে, বাংলাদেশ তাদের বড় বাজার। আমাদের বিশ্বাস এসব মাধ্যম বাংলাদেশের কথা মতো কাজ করবে।
তিনি আরও জানান, কুমিল্লার ঘটনায় ৩০০ লিংকের বিরুদ্ধে রিপোর্টের পাশাপাশি ৩৬৪টি লিংক সরকার বন্ধ করতে সক্ষম হয়েছে।
আয়োজিত সংলাপে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসউদুল হক, প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এসজে