দেশের বর্তমান পরিস্থিতিতে সব দেশেপ্রেমিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তিকে এক হয়ে উগ্রবাদীদের অপশক্তির মূলোৎপাটন করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (৩ নভেম্বর) জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে জাতীয় তিন নেতার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পর জাতীয় চার নেতাকে হত্যার পর দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সেই উগ্র সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করাই এখনকার চ্যালেঞ্জ।’ তিনি বলেন, ‘সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক শক্তিকে এক হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করতে হবে।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এসজে