ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ তৃতীয় শ্রেণী পড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অবস্থায় শনিবার বিকেলে ওই শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে থানায় মামলা করলেও অভিযুক্ত গ্রেপ্তার হয়নি।
জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের নওপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে ইয়াছিন মিয়া (১৬) চলতি বছর এসএসসি পরীক্ষার্থী। খালে মাছ ধরে মাছ দেওয়া প্রলোভনে মহিলা মাদ্রাসা পড়ুয়া ১০ বছর বয়সী ওই শিশুকে শুক্রবার দুপুরে জোরপূর্বক ধর্ষণ করে ইয়াছিন।
পরে শুক্রবার রাতে নির্যাতিতা শিশুটিকে নিয়ে থানায় গিয়ে মা বাদি হয়ে মামলা করেন। পরো শনিবার সকালে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ও জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়। পরে চিকিৎসকের পরামর্শে সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।##
আরিফুল হক/বার্তা বাজার/শাহরিয়া