নিজেদের চিকিৎসার জন্য বহুবার বিদেশে গিয়ে সরকারের লোকেরাই প্রমাণ করেছে এদেশে সুচিকিৎসা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক ড. আসিফ নজরুল।
বুধবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আফিস নজরুল বলেন, পত্রপত্রিকা পড়ে মনে হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশংকাজনক। সুচিকিৎসার জন্য উনাকে বিদেশে পাঠাতে অনেক দিন ধরে অনুরোধ করে আসছে উনার পরিবার।
তিনি আরও বলেন, নিজেদের চিকিৎসার জন্য বহুবার বিদেশে গিয়ে সরকারের লোকেরা প্রমান করেছেন এদেশে সুচিকিৎসা নেই। বহুগুণে অসুস্থ খালেদা জিয়ার ক্ষেত্রে তারা এটি অনুভব করেন না কেন তাহলে?
জীবন বাচানোর প্রশ্নে মানবিকতা না দেখাতে পারলে এর চেয়ে ঘৃন্য আর কি হতে পারে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
বার্তা বাজার/এসজে