ছেলেরা যখন বিশ্বকাপের পর ঘরের মাঠে এসেও পাকিস্তানের বিপক্ষে নাকানি চুবানি খাচ্ছে, ঠিক তখনই জিম্বাবুয়েতে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা।
জিম্বাবুয়ের হারারে স্পোর্টস গ্রাউন্ডে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে ফারজানারা।
পাকিস্তানি নারীদের ছুড়ে দেয়া ২০২ রানের লক্ষ্য ২ বল হাতে রেখেই পার হয়ে যান বাংলাদেশের নারী ক্রিকেটাররা। রুমানা আহমেদ এবং ফারজানা হকের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে অসাধারণ জয়টি ধরা দিলো।
নারী বিশ্বকাপ ক্রিকেট বাছাই পর্বের প্রথম ম্যাচ ছিল এটি। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও এই গ্রুপের বাকি দলগুলো হলো জিম্বাবুয়ে এবং থাইল্যান্ড। বাছাই পর্ব শুরুর আগেই নারী ক্রিকেট দল জিম্বাবুয়েকে ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল।
বার্তা বাজার/এসজে