ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় রাজধানীতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভরত ছাত্রদেরকে লাইসেন্স দেখাতে না পারায় ফার্মগেটে ডিএমপির একটি বাস আটকে দেওয়া হয়।
তবে বাস আটকের ঘন্টাখানেক পর বেলা আড়াইটার দিকে ছেড়ে দেওয়া হয়। তারা জানান, পুলিশের ওই বাসচালকের লাইসেন্স নেই।
তবে বাস চালক দাবি করেছেন, তার লাইসেন্স আছে, তবে সেটা অফিসে রাখা।
আন্দোলনরত ছাত্ররা জানান, ‘লাইসেন্সবিহীন একজন চালকের কারণে তারা একজন সহপাঠীকে হারিয়েছেন। আর হারাতে চান না। পুলিশের বাসটির চালক তাদের ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি। একজন ‘ঝুঁকিপূর্ণ ব্যক্তিকে তারা বাস নিয়ে রাস্তায় যেতে দিতে চান না।’
বার্তা বাজার/এসজে