পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেঞ্চুরি করেছেন লিটন কুমার দাস। শুক্রবার (২৬ নভেম্বর) ৫ দিনের টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষ মুহুর্তে দুর্দান্ত এই শতকটি করেন তিনি।
এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ম্যাচের প্রথম সেশনেই অধিনায়ক মমিনুল হকসহ ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
এরপর ব্যাট হাতে মাঠে আসেন পারফরম্যান্স খারাপের পর দলে না থাকা মুশফিক ও লিটন। তার বেশ সুন্দরভাবেই সামলে নেন পরিস্থিতি। বেলা গড়ানোর সাথে সাথে খোলস থেকে বের হতে শুরু করেন উভয় ব্যাটার।
শেষ খবর পাওয়া পর্যন্ত মুশফিক ৭৭ ও লিটন ১০৪ রান নিয়ে ব্যাট করছেন।
এদিকে পাকিস্তানি বোলারাও আছেন চাপে। শাহিন শাহ, হাসান আলি, ফাহিম, সাজিদরা একটা করে উইকেট নিয়েছিলেন প্রথম সেশনেই। লাঞ্চের পর তারা কেউ সুবিধা করতে পারেননি।
বার্তা বাজার/এসজে