কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২লাখ পিস মালিক বিহীন ইয়াবা বড়ি জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনগত রাতে রাতে হোয়াইক্যং জনৈক আলমগীরের প্রজেক্ট সংলগ্ন এলাকা হতে মাদকের এই চালানটি জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, মিয়ানমার থেকে একটি মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে হোয়াইক্যং জনৈক আলমগীরের প্রজেক্ট সংলগ্ন এলাকায় অবস্থান নেয় জওয়ানরা। কিছুক্ষণ পর নাফ নদী পার হয়ে ৩জন ব্যক্তি প্লাস্টিকের বস্তা কাঁধে বেড়িবাঁধ অতিক্রম করে আসতে দেখে জওয়ানরা তাদের থামার সংকেত দেয়।
এসময় তারা নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমার সীমান্তে চলে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী চালিয়ে ২টি বস্তা উদ্ধার করে তার অভ্যান্তরে থাকা ২লাখ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
জব্দকৃত মাদক পরবর্তিতে বিনষ্টকরণের জন্য ২বিজিবি ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
বার্তা বাজার/এসজে