চট্টগ্রামের বাকলিয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশের মঞ্চ ভেঙে গেছে।
নগরীর বাকলিয়ার কামালিয়া বাজারস্থ কেবি কনভেশন হলে আয়োজিত সমাবেশেস্থলে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নেতাকর্মীদের অতিরিক্ত ভার বহন করতে না পেরেই এমনটা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মঞ্চে থাকা বিএনপির নেতারা কেউ হতাহত হননি। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় মঞ্চে ছিলেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্কর প্রমুখ।
বার্তা বাজার/এসজে