গাজীপুরে জাতীয় পার্টি মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল থেকে নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহবায়ক এম এম নিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিয়াকত হোসেন খোকা এমপি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, মিসেস শেরিফা কাদের এমপি প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোঃ কাদের বলেন, দলকে ক্ষমতার শিকড়ে পৌঁছাতে হলে সর্বোচ্চ শক্তিশালী অবস্থান অর্জন করতে হবে। পরে তিনি মহানগর শাখার সভাপতি হিসাবে এম এম নিয়াজ উদ্দিন ও সাধারন সম্পাদক হিসাবে মোশারফ হোসেনের নাম ঘোষনা করেন।
আরিফ চৌধুরী/বার্তা বাজার/এসজে