মাটির ডালি মাথায় রাস্তা সংস্কারে হাতপাখা থেকে সদ্য নির্বাচিত চেয়ারম্যান
কুড়িগ্রাম- যাত্রাপুর সড়কের শুলকুর বাজার এলাকার নির্মানাধীন সেতুর বিকল্প রাস্তায় চলাচলের দুর্ভোগে পড়েছে পাঁচ ইউনিয়নের মানুষ।
এসব মানুষের যাতায়াতের দুঃখ দুর্দশা দেখে এগিয়ে আসলের পাঁচগাছী ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার। নিজের মাথায় মাটির ডালি নিয়ে রাস্তা সংস্কারে কাজ করায় ব্যাপক সুনামে ভাঁসছেন তিনি।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মী নিয়ে নির্মাণাধীন সেতুর বিকল্প রাস্তা সংস্কার করার এমনি চিত্র দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজারের নির্মানাধীন সেতুর বিকল্প রাস্তা ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে নিকটবর্ত্তি ৫ ইউনিয়নের হাজার হাজার পথচারি।
নিত্য দিনে পথচলা মানুষের কাঙ্ক্ষিত যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা দেখে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ওই ইউনিয়নের নব নির্বাচিত চেয়্যারম্যান আব্দুল বাতেন সরকার নেতাকর্মীদের নিয়ে নিজেই মাটি কাটার কাজে নেমে পড়েন। দীর্ঘক্ষন ধরে অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে রাস্তাটি চলাচলের উপযোগী করেন তিনি।
শুলকুর বাজারের ব্যবসায়ী আবু হোসেন বলেন,”দীর্ঘদিন ধরে ব্রিজের কাজ বন্ধ। বিকল্প সড়ক হওয়ায় আমরা খুব খুশি,আমাদের এই বিকল্প রাস্তাটি বেশ কাজে লাগবে ।”
এ বিষয়ে পাঁচগাছি ইউনিয়নের নবনির্বাচিত (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুল বাতেন সরকার বলেন, এই রাস্তায় যাতায়াত কারি মানুষের খুবই সমস্যা। তাই আমার দলের মোজাহিদ ভাইদের নিয়ে চলাচলের জন্য উপযোগী করেছি মাত্র।
নিজের মাথায় মাটির ডালি নেওয়ার বিষয়ে চেয়ারম্যান বলেন, মোজাহিদ ভাইদের অনুরোধে আমি প্রথমে মাথায় মাটির ডালি নিয়েছি এই আরকি।
সুজন মোহন্ত/বার্তা বাজার/এসজে