তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুয়াদ হাসানকে মঙ্গলবারের মধ্যে পদত্যাগ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সংবাদ প্রকাশের পর ফেসবুকে গাজীপুরের বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর ও ডা. মুরাদ হাসানের একটি ছবি ভাইরাল হয়।
ছবিটিতে দেখা যায়, জাহাঙ্গীর আলম মোটরসাইকেল চালাচ্ছেন। তার পেছনে বসে আছেন ডা. মুরাদ। ছবিটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর পরিমাণে শেয়ার করছেন নেটাগরিকরা।
সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা বলছেন, মুরাদ ও জাহাঙ্গীর যে মোটরসাইকেলটিতে চড়েছেন, সেটি বাংলাদেশে চালানোর অনুমতি নেই। এটি অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া চালক ও যাত্রী কারও মাথায় হেলমেট নেই। যা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে।
ছবিটি প্রসঙ্গে জানা যায়, এটি প্রায় এক বছর আগে তোলা ছবি। ডা. মুরাদ গাজীপুরে গেলে তৎকালীন মেয়র জাহাঙ্গীর তার উন্নয়ন কর্মকাণ্ড মোটরসাইকেলে করে ঘুরিয়ে দেখান।
বার্তা বাজার/এসজে